ভর্তি তথ্য

ভর্তি তথ্য

 
১| মার্কশিটের মূল কপি
২| ছাত্রছাত্রীর ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি
৩| ছাত্রছাত্রীর ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন
৪| মার্কশিট না থাকলে এস.এস.সি পরিক্ষার মূল এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ড (মার্কশিট হাতে পাওয়ার পর পরবর্তীতে রেজিষ্টার শাখায় জমা দিতে হবে)
৫| পিতা মাতার এনআইডি এর ফটোকপি (কালার)

 

অনলাইন আবেদনের ক্ষেত্রে

 
৬| অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে সকল তথ্য সত্য ও নির্ভূল প্রদান করতে হবে।
৭| ভর্তি নিশ্চায়ন করতে উপরোক্ত ১,২,৩,৪ এর উল্লেখিত তথ্যসমূহ রেজিস্টার শাখায় জমা দিতে হবে। (অফলাইন ও অনলাইন দুই পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য)
৮| অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর অতি শিঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। 

 

Online Admission

সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন

0

Scroll to Top
×

আসসালামু আলাইকুম, জামালপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে আপনাকে স্বাগতম।

 

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের মেসেজ করুন।

ডিপ্লোমা সম্পর্কিত কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর জানুন        

× মেসেজ করুন